ডাক্তার রঙ্গ।

লিখেছেন লিখেছেন আমীর আজম ১৬ জানুয়ারি, ২০১৪, ১২:৫৫:০১ রাত

ডাক্তারদের বিরুদ্ধে গুরুতর কিছু

অভিযোগ আর তার সহজ সরল জবাব।

এক রোগী আমারে কহিল -

: বাবা, এই ডাক্তার তো ভাল না।

: কেন.?

: একদিন আসছিলাম আমারে টানা ছয়

ঘন্টা বসায় রাখছিল।

: খুব খারাপ। কিন্তু কেন?

: আমার সিরিয়াল একটু পরে ছিল।

: ও। এই টানা ছয়

ঘন্টা তাহলে ডাক্তার কি করছে ?

: অন্য রোগী দেখেছে।

: বলেন কি !! আমি তো ভেবেছিলাম

আপনাকে বসে রেখে ডাক্তার হা-ডু-ডু

খেলতে গেছিল।

রোগী আমার দিকে কেন জানি কটমট

করে তাকাল।

.....................................

আরেক রোগী -

: বাবা, এই ডাক্তার দেখাবো না।

: কেন.?

: ডাক্তার দূর্ণীতিবাজ।

: কন কি !! কিভাবে বুঝলেন.?

: টাকা দিলে সিরিয়াল

আগে পাওয়া যায়।

: ও। তো টাকা দেয় কে ?

: রোগীর লোক।

: টাকা নেয় কে ?

: গেটম্যান।

: টাকা দেয় রোগীর লোক, টাকা নেয়

গেটম্যান। আর দূর্নীতিবাজ হয়

ডাক্তার। ক্যামনে কি ?

.............................

আরেক রোগী -

: বাবা, হাসপাতাল এত নোংরা কেন.?

: সরকারী হাসপাতাল তো। লোকজনের

সমাগম বেশী। তাই পরিস্কার

থাকে না।

: ডাক্তারেরা করেটা কি ?

: আসলেই তো ডাক্তাররা করেটা কি ?

তাদেরকে এখন এইসব পরিস্কার

রাখা উচিত। আর ওয়ার্ডবয়দের

পাঠানো উচিত রোগী দেখতে।

লোকটা মনে হল আমার

কথা শুনে খুশি হতে পারল না।

...................................

আরো কিছু পরস্পর

বিপরীতধর্মী অভিযোগ :

/ এই ডাক্তারের চেম্বারে এত ভীড়

কেন? - এই ডাক্তারের চেম্বারে ভীড়

নাই কেন?

/এই ডাক্তার এতগুলো টেস্ট দিল কেন?

- এই ডাক্তার এত কম টেস্ট দিল কেন?

/ এই ডাক্তারের হাতের

লেখা বোঝা যায় না কেন? - এই

ডাক্তারের হাতের লেখা এত

পরিস্কার কেন?

/ এই ডাক্তার এত কম সময় দেখে কেন?

- এই ডাক্তারের রোগী দেখতে এত সময়

লাগে কেন?

ওরা ডাক্তার বলে কি মানুষ না।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163064
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
আলোকিত ভোর লিখেছেন : Big Grin Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File